সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয় করেছেন ম্যানচেস্টার সিটি তারকা রড্রি ও মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে।
সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন দ’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি’অর। ফুটবল বিষয়ক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি’অর অনুষ্ঠান। কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।
এক নজরে ব্যালন ডি’অর ২০২৪-
বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ
বর্ষসেরা পুরুষ কোচ : কার্লো আনচেলত্তি।
বর্ষসেরা নারী কোচ : এমা হায়েস।
সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি।
বর্ষসেরা পুরুষ ফুটবলার: রদ্রি।
বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।