ডিসেম্বর ২২, ২০২৪

রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

সঠিক নের্তৃত্বের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ…

ছবি: প্রতিনিধি

এক সাগর রক্তের বিনিময়ে অন্যায়, অবিচার, দুর্নীতি থেকে বাঁচতে দেশ স্বাধীন করা হয়েছিল৷ কিন্তু আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, যারাই সুযোগ পেয়েছে তারাই নিজের দেশের সাথে বেইমানি করেছে৷ হাজার কোটি টাকা দূর্নীতি করে দেশ কে তারা কলঙ্কিত করেছ৷ ক্ষমতার অপব্যবহার করে নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল তারা৷ যার কারনে জনগন তাদের কে দেশ থেকে বিতাড়িত করেছে৷ যারাই রাস্ট্র ক্ষমতায় আসুক না তাদের সঠিক নেতৃত্ব দেবার ক্ষমতা থাকা চাই৷ ক্ষমতার লোভে নিজের দেশ কে যারা কলঙ্কিত করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ৷

শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি দড়িয়াপাড় অবস্থিত ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চেয়ারম্যান ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, যেই ক্ষমতায় এসেছে সেই দুর্ণীতিতে ব্যস্ত হয়ে পড়ে। আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হলে সঠিক নের্তৃত্ব দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। কারন সৎ ও যোগ্য নের্তৃত্ব একমাত্র জামায়াতে ইসলামীর মধ্যেই আছে। অনুষ্ঠানে ইউনাইটেড ট্রাস্ট এর চেয়ারম্যান এডভোকেট ডক্টর মোবারক হোসাইন এর সভাপতিত্বে ও মাছুম এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যালেন্সর প্রফেসর ড. আব্দুর রব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল সালাম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আলম হেলাল, অধ্যাপক আব্দুল মতিন, আড়াইবাড়ী দরবার শরীফ এর পীর মাওলানা গোলাম খাবির সাঈদী, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷