নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

সজীব-নুরুলের নেতৃত্বে কুবির পদ্মা ছাত্রকল্যাণ সংঘ

Cumilla University Padma Chhatra Kalyan Sangh is led by Sajeev-Nurul
ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন পদ্মা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেজওয়ান হক সজীব এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. নুরুল আমিন। তারা দু’জনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নতুন কমিটি আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) গত কমিটির সভাপতি তাহমিদ ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক জাহিদ তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তানজিম আহমেদ ও লামিয়া আক্তার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মিথিলা মিনহা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রুকাইয়া আক্তার, অর্থ-সম্পদ বুলবুল আহমেদ, দপ্তর সম্পাদক ফারজানা হাফসা, সহ- দপ্তর সম্পাদক তাজমীম বশার বিনতি, প্রচার-সম্পাদক হারান-কৃত্তনীয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক রুবাইয়া জান্নাত রুশা, কার্যনির্বাহী সদস্য ফাতেমা হাচান রোজনী ও সিয়াম আহমেদ।

নতুন সভাপতি রেজওয়ান হক সজীব বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে আঞ্চলিক সংগঠনগুলো তাদের প্রাণচঞ্চলতা হারিয়েছে। নতুন নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে পদ্মা ছাত্রকল্যাণ সংঘ তার ঐতিহ্য ধরে রাখতে চায়। আমার ইচ্ছা সংগঠনের মাধ্যমে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের যে কোনো ধরনের সাহায্য ও সহযোগিতা করে তাদের সর্বোত্তম সেবা দেওয়া।