এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে সরাইল এসিল্যান্ডের পোস্ট, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি

Sarail AC Land's post claims Sheikh Mujib as the proclaimer of independence, angers local BNP
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্বাধীনতার ঘোষণার বিষয়ে পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তার অপসারণের দাবি করেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বলা হয়, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ।”

এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করেন।

পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং একটি নতুন পোস্টে দাবি করা হয় যে, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তবে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু একে ‘নাটক’ বলে অভিহিত করে বলেন, “এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে গেলে এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পরে তিনি সেখান থেকে ফিরে যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “এসিল্যান্ড জানিয়েছেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তবে আমরা তদন্ত করছি, রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সরাইল উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রশাসনের তদন্তের পর বিষয়টি কীভাবে নিষ্পত্তি হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, সরাইল এসিল্যান্ডকে দায়িত্ব থেকে অব্যাহতি