ষড়ঋতুর পালাক্রমে
এলো শরৎকাল,
নীল আকাশে ভাসছে আজি
সাদা মেঘের পাল।
নদীর বুকে কাশের ছায়ায়
টুকরো মেঘের ছবি,
শুভ্র মেঘের সুনীল আভায়
মুগ্ধ থাকেন কবি।
আমন ধানের নরম ঘ্রাণে
জুড়িয়ে গেলো প্রাণ,
কৃষক-বধূর মুখে হাসি
লাজেরাঙা মুখখান।
বাতাসেতে ভেসে বেড়ায়
শিউলি ফুলের গন্ধ,
শারদীয় উৎসবে মেতে উঠে
নতুন প্রাণের ছন্দ।
নানা রঙের পদ্ম,শালুক
ফোঁটে বিলের মাঝে
শুভ্র শরতের স্নিগ্ধ ছোয়ায়
প্রকৃতি নতুন রুপে সাজে।
লেখক: ইসরাত জাহান, শিক্ষার্থী, বাংলা বিভাগ ও উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।