অক্টোবর ২৫, ২০২৪

শুক্রবার ২৫ অক্টোবর, ২০২৪

শীত এলেই ঠোঁট ফাটে?, যত্ন নিন ঘরোয়া উপায়ে!

Rising Cumilla - Winter Care Skin
ছবি: সংগৃহীত

প্রকৃতিতে বইছে শুরু করেছে উত্তরের হাওয়া। এই হাওয়া শীতের আগমন জানান দিচ্ছে। এই সময়ে অনেকেরই হাত-পা এবং ঠোঁট ফাটে। ফলে হাত-পা কিংবা ঠোঁট ফাটা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকেই এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন অর্গানিক লিপ বাম।

বাড়িতেই খুব সহজে লিপ বাম তৈরি করে নিতে পারেন। চলুন জেনে নেই।

ঘরোয়া লিপ বাম তৈরির উপায়:

  • গোলাপ জল ও ভিটামিন ই: এক চামচ গোলাপ জলে একটা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে নিন। একটি শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে শোওয়ার আগে এই তরল ঠোঁটে মেখে হালকা হাতে মাসাজ করুন। দেখবেন এতে ঠোঁটের শুষ্কতা কমবে এবং ঠোঁট উজ্জ্বল হবে।

  • অ্যালোভেরা জেল ও মধু: দুই চামচ অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু। রাতে শোওয়ার আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।

  • গ্লিসারিন ও অ্যালোভেরা জেল: এক চামচ গ্লিসারিনের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে দিন। তরলটি শিশির মধ্যে মিশিয়ে রাখুন ফ্রিজে। বাইরে বের হওয়ার আগে ঠোঁটে মেখে নিন। দেখবেন ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

  • মধু: আমরা ঠোঁট শুকিয়ে গেলেই জিভ দিয়ে ভিজিয়ে নিই। থুতুতে এক ধরনের অ্যাসিডজাতীয় উপকরণ থাকে, যাতে ঠোঁটের রং বদলে যায়। পাশাপাশি এটি ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে ফেলে। একটা ছোট্ট শিশিতে মধু ভরে রাখুন। বাইরে বের হলে ব্যাগে রাখুন। যখনই ঠোঁট শুকিয়ে যাবে, তখনই ঠোঁটে লাগিয়ে ফেলুন।