ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

শিশিরের ফেসবুক পোস্টে স্মৃতিকাতর সাকিব-শিশির

Shakib Al Hasan with his wife
সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আল হাসান শিশিরে | ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আল হাসান শিশিরের আজ ১১তম বিবাহবার্ষিকী। ২০১২ সালের এই দিনে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল।

বিবাহবার্ষিকী উপলক্ষে সাকিবের স্ত্রী শিশির তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে সাকিব-শিশিরকে একসাথে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শিশির লিখেছেন, “আমাদের ১১ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়া খুবই ছোট। এখানে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের স্থানটাই বেশি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা একে অপরের পাশে রয়েছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন এবং শেষ পর্যন্ত আমরা এভাবে কাটিয়ে দিতে পারি। ভালোবাসা শুধু একটা শব্দ। তবে অনুভূতিটাই বিশেষ কিছু। ১১ বছরে পা দিলাম ও আরও হবে ইনশা আল্লাহ।”

সাকিব-শিশিরের সংসারে তিন সন্তান রয়েছে। ২০১৫ সালে প্রথমে কন্যা সন্তানের (আলাইনা হাসান) বাবা হন সাকিব। ২০২০ সালের এপ্রিলে দ্বিতীয় কন্যা ইরাম হাসানের জন্ম হয়। সবশেষ গত বছরের মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়।

সাকিব সম্প্রতি ঘোষণা করেন যে তিনি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন না। যে কারণে আসন্ন আইপিএলে নাম দেননি। পাকিস্তান সুপার লিগে নাম দিয়েও তা সরিয়ে নেন।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান।