অনেকেরই শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল থাকে। যা দেখতে মোটেই ভাল দেখায় না। অনেকে ওষুধ খেয়েও দেখেছেন কাজ হয় না। আর নইলে লেজর ট্রিটমেন্ট করিয়ে আঁচিল অপসারণ করা যায়। যা অনেকসময়ই ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। শুধু তাই-ই নয়, ত্বকের জন্য এই চিকিৎসা কতটা ভাল তা নিয়েও বিস্তর মতবিরোধ রয়েছে। তবে প্রাকৃতিকভাবে আঁচিলের সমস্য়া থেকে আপনাকে মুক্তি দিতে পারবে। জেনে নিন তাহলে।
আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়-
১) আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার। এতে রয়েছে এমন উপাদান যা আঁচিল অপসারণে সাহায্য করে। তাই যে স্থানে আঁচিল রয়েছে সেখানে অ্য়াপেল সিডার ভিনিগার লাগান। উপকার পাবেন।
২) ব্যবহার করতে পারেন ভিটামিন ই। এই ভিটামিন আঁচিলের সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। এক্ষেত্রে ব্য়বহার করতে হবে ভিটামিন ই ক্যাপসুল। আঁচিলযুক্ত স্থানে এই ক্য়াপসুলের নির্যাস লাগালেই কাজ হবে।
৩) ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েলও। এতেও ভাল কাজ হলে। একটি তুলোর বলের মধ্যে এই বিশেষ তেল নিয়ে আঁচিলযুক্ত স্থানে লাগিয়ে নিন। দিনে দু’বার লাগালেই হবে।
৪) আঁচিলের সমস্যা থেকে বাঁচতে আরও ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েলও। এতে কয়েকদিনের মধ্য়েই আঁচিল গায়েব হবে। দিনে দু’বার আঁচিলযুক্ত স্থানে এই তেল লাগান। ফল পাবেন হাতেনাতে।