ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

লেহেঙ্গার সাজে প্রিয়াঙ্কা কন্যা মালতী

লেহেঙ্গার সাজে প্রিয়াঙ্কা কন্যা মালতী
লেহেঙ্গার সাজে প্রিয়াঙ্কা কন্যা মালতী। ছবি: সংগৃহীত

২০১৮ সালে ডিসেম্বরে নিক-প্রিয়াঙ্কা বিয়ে হয়। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী। হলিউড-বলিউড মিলিয়ে বিখ্যাত মা-বাবার কারনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই দেখা মেলে তার। এবার ভারতীয় পোশাক লেহেঙ্গায়‘ সাজে সবার সামনে এলো তার মেয়ে মালতী।

সদ্য ইনস্টাগ্রাম স্ট্যাটাসে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। বাড়িতে একটি পূজার আয়োজন করেছিলেন তিনি আর সেখানেই তোলা ছোট্ট মালতীর তিন ‘মুডের’ ছবি দেখা গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মালতী কখনও লেহেঙ্গা পরে হামাগুড়ি দিয়ে দাদুর ছবির কাছে, কখনও আবার মায়ের কোলে। যা নজর কাড়ল সকলের।

অভিনেত্রীর স্ট্যাটাস ভাগ করে নেওয়া সেই ছবি মুহূর্তে ভাইরাল।

তাদের মেয়ে সারোগেসির মাধ্যমে জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল সে। মালতীর জন্মের ১০০ দিন পর তাকে বাড়ি নিয়ে আসেন প্রিয়াঙ্কা। এরপরই মালতীকে নিয়ে প্রতিটা মুহূর্তে উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা।