মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুরে ১৬ জেলেকে জরিমানা, জব্দ ৪২ মণ মাছ গেলো এতিমখানায়

116 fishermen fined in Lakshmipur, 42 maunds of confiscated fish go to orphanage
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন রোধে কঠোর অবস্থানে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৬ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের এই দণ্ড দেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, রোববার রাত থেকে সোমবার ভোর ২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের থেকে সাড়ে ৪২ মণ মাছ, ৪ টি নৌকা ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে চারটি মামলায় প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা।

জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। আর অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।