মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Newly appointed Superintendent of Police in Lakshmipur interacts with journalists.
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়/ছবি: লক্ষ্মীপুর জেলা পুলিশের সৌজন্যে

লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক বলেছেন, সংসদ নির্বাচনের পূর্বে সরকার ও পুলিশ বিভাগ তাঁকে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য এই জেলায় পাঠিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে তিনি সাংবাদিক এবং জেলাবাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হলে সরকারের লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হবে।”

পুলিশ সুপার আরও জানান, নির্বাচন সুষ্ঠু করতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদকসেবীদের গ্রেফতার করা হবে এবং কিশোর গ্যাং নির্মূলের জন্য কার্যক্রম নেওয়া হবে। এছাড়া, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং থানায় বা পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ দ্রুত সমাধান করা হবে।

তিনি বলেন, “আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কোনো সময়, যে কোনো তথ্য সরাসরি আমাকে দিতে পারবেন জেলাবাসী। নির্বাচন সুষ্ঠু করার জন্য সাংবাদিক এবং জেলার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ একা সব কিছু করতে বা তথ্য জানাতে সক্ষম নয়।”

নবাগত এসপি জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান, পুলিশ সদস্যরাও মানুষ, ভুল হতে পারে। “ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করবেন। আমরা পুলিশ ও জনগণকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করব।”

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবরেক সভাপতি আ.হ.ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন, জাহাঙ্গীর হোসেন লিটনসহ আরও অনেকে।

আরও পড়ুন