মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Dead body
প্রতীকি ছবি/সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের ভেতরে ঢুকে আনোয়ার হোসেন (ব্যবসায়ী) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউছুফ নামে সাহারপাড়া গ্রামের এক যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনোয়ার সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নাগমুদ বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন। তার পরিবারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

অন্যদিকে, হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে ইউছুফের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সে সকালে দোকান খুলে বসেছিলেন। কিছুক্ষণ পরই ইউছুফ সেখানে এসে আনোয়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দোকানের ভেতরের দিকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বুক ও পেটে আঘাত করে। ঘটনার পর ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ঘটনাস্থল ও হাসপাতলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউছুফ পলাতক থাকায় তাকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন