নভেম্বর ১৭, ২০২৪

রবিবার ১৭ নভেম্বর, ২০২৪

রেলপথে ঈদ যাত্রা: এবার অগ্রিম টিকিটে নতুন পরিকল্পনা

অগ্রিম রেল টিকিট ঘরে বসেই পেয়েছেন যাত্রীরা, নীরব কামলাপুর
অগ্রিম রেল টিকিট ঘরে বসেই পাবেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ভোগান্তি কমাতে এবার ঈদের ৭ দিন আগে থেকে ট্রেনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) রেলওয়ের একটি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানান, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।

সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল ঈদ ধরে যে পরিকল্পনা করা হয়েছে তাতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের টিক বিক্রি চলবে। ফিরতি টিকিট বিক্রি হবে ৪ এপ্রিল থেকে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান,

নতুন পদ্ধতিতে টিকিট বিক্রি:

  • টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে।
  • একজন সর্বোচ্চ ৪ টিকিট কিনতে পারবেন।
  • বিক্রিত টিকিট ফেরত নেওয়া যাবে না।
  • ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন।

কোন দিনের টিকিট কখন মিলবে:

যাত্রা:

  • ২৪ মার্চ -৩ এপ্রিল
  • ২৫ মার্চ – ৪ এপ্রিল
  • ২৬ মার্চ-৫ এপ্রিল
  • ২৭ মার্চ-৬ এপ্রিল
  • ২৮ মার্চ- ৭ এপ্রিল
  • ২৯ মার্চ- ৮ এপ্রিল
  • ৩০ মার্চ -০৯ এপ্রিল
  • ৩১ মার্চ -১০ এপ্রিল

ফিরতি:

  • ৪ এপ্রিল-১৪ এপ্রিল
  • ৫ এপ্রিল-১৫ এপ্রিল
  • ৬ এপ্রিল-১৬ এপ্রিল
  • ৭ এপ্রিল- ১৭ এপ্রিল
  • ৮ এপ্রিল- ১৮ এপ্রিল
  • ৯ এপ্রিল – ১৯ এপ্রিল
  • ১০ এপ্রিল- ২০ এপ্রিল

অনলাইনের চাপ কমাতে:

  • পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে সকালে
  • পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে বিকালে