জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে শিশুসহ নিহত ২৫

Gas station explosion in Russia kills 25 including children
রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে শিশুসহ নিহত ২৫। ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানে একটি গ্যাস বিস্ফোরণে শিশুসহ নিহত হয়েছেন ২৫ জন। এতে আহত হয়েছেন আরো ৬৬ জন।

মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আঞ্চলিক জরুরি স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার ভোরে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে দাগেস্তানি রাজধানী মাখাচকালাতে হাইওয়ের রাস্তার পাশে একটি অটো মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণ ঘটিয়ে সেই আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। আর এর জেরেই হতাহতের ওই ঘটনা ঘটে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে একটি একতলা ভবনে আগুন জ্বলতে দেখা গেছে বলে রয়টার্স টিভি জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে।

অন্যদিকে রাশিয়ান জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়।