ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

রাতের তাপমাত্রা কমতে পারে আরও ৪ ডিগ্রি, বাড়বে কনকনে শীত

ছবি: সংগৃহীত

আগামী দুই দিনের মধ্যে দেশের সর্বত্র রাতের তাপমাত্রা আরও কমে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে রাতের বেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। এছাড়াও, আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

বুধবার সকালে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের মতে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে, শেষরাত থেকে সকাল পর্যন্ত উত্তর-উত্তর পূর্বাংশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাত, কুয়াশা ও তাপমাত্রার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।