জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

রাজ পুরস্কার না পাওয়ায়, অভিনেত্রী পরীমণির মন খারাপ

রাজ পুরস্কার না পাওয়ায়, অভিনেত্রী পরীমণির মন খারাপ
রাজ পুরস্কার না পাওয়ায়, অভিনেত্রী পরীমণির মন খারাপ। ছবি: সংগৃহীত

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২-এ তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হওয়ার দৌড়ে ছিলেন শরিফুল রাজ। অনুষ্ঠানে পরীমণি আশা করেছিলেন সেই পুরস্কারটা হয়তো রাজই পাবেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত ছিল অনেকে।

তবে হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। এসময় স্বামী শরিফুল রাজ পুরস্কার না পাওয়ায় মন খারাপ হয়ে যায় পরীর।

পরীমণির পাশেই বসেন রাজ। এরপর মঞ্চের বাঁ-পাশে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগপর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিলেন।ঘোষণা পর পরীর মন খারাপ হয়ে গেছে।

এরপর পরী নিজেকেই সান্ত্বনা দিয়ে বললেন, ‘পুরস্কার পায়নি তো কী হয়েছে। ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই।’