ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

রমজানে দ্রব্যমূল্যের লাগাম টানতে ‘কঠোর’ সরকার

মাছ ও মুরগি বাজার এর স্থির চিত্র। ছবি: সংগৃহীত

সিয়াম সাধনা অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আগামী (২৩ বা ২৪ মার্চ) আকাশে রমজানের চাঁদ উঠলে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করবেন।

বিশ্বের অন্যান্য দেশ গুলোতে যখন দ্রব্যমূল্যের দাম কমানো হয় রমজান মাসে। অপর দিকে আমাদের দেশে হয় এর বিপরীত। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয়।। তাছাড়া যুদ্ধ, ডলার সঙ্কট, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়াসহ নানা কারণে মূল্যস্ফীতি হচ্ছে ফলে স্বস্তি নেই বাজারে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীদের বলব, আপনারা একটু সংযমী হোন। যা ন্যায্যমূল্য সেটাই নেবেন, আমরা সারাদিন পাহারা দিতে পারব না। অন্যদিকে ক্রেতাদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান সামনে রেখে হুমড়ি খেয়ে কেনার কিছু নেই। একটু সাশ্রয়ী হোন পাঁচ কেজি পেঁয়াজের জায়গায় আপনারা ২০ কেজি কেনা শুরু করলে বাজারে হুট করে সরবরাহ চলে আসবে না।

এবারও বাজারগুলোতে পুলিশের ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সারা দেশের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করা হয়েছে। সভায় রমজান সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বাজারে কঠোর মনিটরিংয়ের। এছাড়াও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গত বছরগুলোর চেয়ে এবার অনেক বেশি খাদ্যশস্য ও নিত্যপণ্য মজুদ আছে বলে জানিয়েছেন প্রধা