ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

যে ছবির চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পান অনন্যা পাণ্ডে

Rising Cumilla - Ananya Panday
অনন্যা পান্ডে | ছবি: সংগৃহীত

করণ জোহরের অনুষ্ঠানের এক পর্বে এসে প্রায় বলেই দিয়েছিলেন, ‘আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন। কিন্তু মাস কয়েক যেতেই ছন্দ পতন হয়। মন ভাঙে অনন্যা পাণ্ডের। দীর্ঘ দু’বছরের সম্পর্কে ছেদ পড়ে।’

অনন্যার ঘনিষ্ঠ সূত্র জানিয়ে ছিলেন, সম্পর্কে বিচ্ছেদের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না এই অভিনেত্রী। তাই বিষণ্ণ হয়ে পড়েছিলেন তিনি।

সম্পর্ক ভাঙার পরে সেই দুঃখ কীভাবে কাটিয়ে উঠেছিলেন, সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেন অনন্যা পাণ্ডে।

অনন্যা জানান, সম্পর্ক ভাঙলে মনও ভাঙে। কিন্তু সেই হৃদয় যন্ত্রণা সামলে উঠতে হয়। জীবনে কোনও কিছুই চিরকালীন নয়। অস্থায়িত্বের সঙ্গে ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠাই একটা শিক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ক্রমশ কমতে থাকে।

এই সাক্ষাৎকারে অনন্যার সঙ্গে ছিলেন তার আসন্ন ছবি ‘কন্ট্রোল’-এর পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানেও।

বিক্রমাদিত্য মন্তব্য করেন, যন্ত্রণা থেকে পালিয়ে গেলে চলবে না। এর মুখোমুখি হতে হবে। কারও সঙ্গে কথা বলে অথবা প্রাক্তনের ছবি পুড়িয়েও এই যন্ত্রণা কাটিয়ে ওঠা যায়।

সঙ্গে সঙ্গে অনন্যাকে প্রশ্ন করা হয়, যন্ত্রণা ভুলতে কি তিনিও কখনও ছবি পুড়িয়েছেন? মাথা নেড়ে সম্মতি জানান অভিনেত্রী। অনন্যা বলেন, ‘পৃথিবীতে আমি একাই এই কাজ করেছি, এমন নয়। অনেকেই এটা করে থাকেন। বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার এটা একটা ভাল উপায়।’

এই অভিনেত্রী জানান, কারিনা কাপুর খান অভিনীত ‘জাব উই মেট’ ছবির চরিত্র ‘গীত’-এর সঙ্গে তিনি নিজের বহু মিল পান।