মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

Rising Cumilla - Colorful rally of Comilla North District Jubo Dal on Jubo Dal's founding anniversary
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি/ছবি: প্রতিনিধি
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদল চান্দিনায় এক বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন থেকে একটি র‌্যালি বের হয়ে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বাস স্টেশন এলাকার একটি মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
 কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেয়।
আরও পড়ুন