সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের ঋণ ছাড়াল ১ লাখ কোটি ডলার

1 trillion dollars in credit card debt in the United States
যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের ঋণ ছাড়াল ১ লাখ কোটি ডলার। ছবি: সংগৃহীত

ইতিহাসে এই প্রথমবারের মতো ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে। গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিজেদের সবশেষ ত্রৈমাসিক পারিবারিক ঋণের রিপোর্টে ফেড জানিয়েছে; দ্বিতীয় প্রান্তিকে ভোক্তা ক্রেডিট কার্ডে ঋণ আরও ৪৫ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেটা ১ দশমিক শূন্য ৩ ট্রিলিয়নে পৌঁছেছে।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ ঋণের পরিমাণ ছিল ৯৮৬ বিলিয়ন ডলার। ক্রেডিট কার্ডে গড় সুদের হারও বৃদ্ধি পেয়েছে। এখন সেটা ২০ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। জীবনযাত্রার খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রেডিট কার্ডে ঋণ উত্তোলনের পরিমান ঊর্ধ্বমুখী হয়েছে। বছরজুড়ে তা ক্রমবর্ধমান থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।

আলোচ্য সময়ে মার্কিন মুলুকে ক্রেডেট কার্ডে পারিবারিক ঋণের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। যেটা ১৭ দশমিক ০৬ ট্রিলিয়নের গিয়ে ঠেকেছে।

তবে শঙ্কার বিষয় হচ্ছে, ক্রেডিট কার্ডে অপরাধ বিগত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে। ৪ চতুর্থাংশ ব্যবহার করে এটি নির্ধারণ করা হয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের অর্থনীতিবিদ সোফিয়া বেগ সিএনএনকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়লে ব্যাংকঋণের সুদহারও বাড়ে। সে কারণে এখন ব্যাংকের গ্রাহকদের ঋণের সুদহার বাড়বে। এর মধ্যেও মানুষ ঋণ নিচ্ছে, ফলে অনেক পরিবারের পক্ষে এই ঋণ পরিশোধ করা কঠিন হয়ে যাবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের গড়পড়তা ক্রেডিট কার্ডের ঋণের সুদহারও এখন প্রায় রেকর্ড উচ্চতায়—২০ দশমিক ৫৩ শতাংশ।