
মডেলিং, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্র— বিনোদন অঙ্গনে তিন দশক ধরে স্বকীয়তা বজায় রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতাতেও তার পদচারণা নিয়মিত।
এক যুগ আগে ‘আবর্ত’ দিয়ে টলিউডে অভিষেক হওয়ার পর থেকেই কলকাতার চলচ্চিত্রে তিনি পরিচিত মুখ। ব্যক্তিগত জীবনে তার মা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জয়া, যেখানে তিনি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
১৯৯৮ সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া। তবে ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে জয়া আর দ্বিতীয়বার বিয়ে করেননি এবং তার কোনো সন্তান নেই। কিন্তু সন্তানের মা হওয়ার প্রবল ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর।
জয়া আহসান জানিয়েছেন, তিনি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী এবং নিজেও এই বিষয়ে অনেকটা এগিয়েছেন। তার ইচ্ছা ছিল যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা থেকে একটি শিশুকে দত্তক নেওয়া। তিনি ও তার বোন মিলে এই পরিকল্পনা করেছিলেন, তবে কিছু জটিলতার কারণে তা এখনো বাস্তবায়িত হয়নি। জয়া বলেন, “আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।”
বর্তমানে জয়া তার নতুন ছবি ‘ডিয়ার মা’-এর প্রচারণায় ব্যস্ত। এই ছবিতেও মাতৃত্ব এবং দত্তক গ্রহণের বিষয়টি উঠে এসেছে। ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও সন্তানধারণ না করে দত্তক নিয়ে মা হতে চান। তিনি মনে করেন, যাদের একটি সন্তান আছে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে শিশু দত্তক নিতে পারেন। এতে করে সেই শিশুরা একটি পরিবার পাওয়ার সুযোগ পাবে।
‘ডিয়ার মা’ ছবির ট্রেলারে জয়া আহসানকে তার দত্তক সন্তানের সঙ্গে নিবিড় রসায়নে দেখা গেছে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান, তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে তার সুবিধা হয়েছে।