
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক যাত্রীর ফোনের সূত্র ধরে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাসসহ এক বাস চোরকে আটক করেছে।
আটককৃত চোরের নাম শহিদুল ইসলাম (৩২)। সে চট্টগ্রামের বোয়ালখালী থানার কানুনগো পাড়ার মৃত রশিদ আলীর ছেলে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম এসব তথ্য জানিয়েছেন।
কুমিল্লা হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে জনৈক শরীফ হোসেন নামের এক মিনিবাস যাত্রী ৯৯৯-এর মাধ্যমে কুমিল্লা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল ফোনে ফোন করে জানান, তাদের মিনিবাসের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রীদের জীবন বিপন্ন করছে। যাত্রীর কাছ থেকে গাড়ির অবস্থান জানার পরপরই অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে রাত্রিকালীন মোবাইল পার্টিকে গাড়িটি আটক করার নির্দেশ দেন।
এসআই (নিঃ) মোঃ ফারুক আজমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সকাল ৫টা ৫ মিনিটের দিকে সীতাকুণ্ড থানাধীন উত্তর ইদুলপুরের ‘হোটেল কিছুক্ষণ’-এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তায় অবস্থান নিয়ে বাসটিকে আটক করতে সক্ষম হন। বাস চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বলা হলে সে তা দেখাতে ব্যর্থ হয়।
কুমিল্লা হাইওয়ে পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে চালক একেক সময় একেক ধরনের কথা বলতে থাকলে পার্টি ইনচার্জের সন্দেহ হয়। তিনি ধারণা করেন, এই ধরনের গাড়ি সাধারণত চট্টগ্রাম সিটির মধ্যে চলাচল করে এবং চালক সম্ভবত গাড়িটি চুরি করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। এরপরই গাড়িসহ চালক শহিদুল ইসলামকে আটক করা হয়। বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম ও এর আশপাশের বিভিন্ন স্থান থেকে বাসে উঠেছিলেন এবং মীরসরাই, মহিপাল, ফেনীসহ বিভিন্ন স্থানে তাদের গন্তব্য ছিল।
আটককৃত চালক আরও জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে গাড়িটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রাম বাস মালিক সমিতির মাধ্যমে বাসের প্রকৃত মালিককে খুঁজে বের করে যোগাযোগ করে।
বাসটির মালিক ভানুদে জানান, গত ৬ জুলাই রাত আনুমানিক ১১টায় তার মিনিবাসটি বাড়ির পাশে রাস্তায় রেখেছিলেন। পরদিন ভোর ৬টার দিকে রাস্তায় এসে দেখেন তার গাড়িটি নেই। এলাকার নাইট গার্ডের কাছ থেকে তিনি জানতে পারেন যে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি বাসটি চালিয়ে নিয়ে গেছে। তিনি সকালে বোয়ালখালী থানায় বাস চুরির বিষয়ে অবহিত করেন এবং বাসটি খুঁজতে থাকেন। কুমিরা হাইওয়ে থানার ফোন পেয়ে তিনি নিশ্চিত হন যে, উদ্ধারকৃত গাড়িটি তারই।
এদিকে আটককৃত চালক রাতের বেলায় বাসটি চট্টগ্রাম থেকে চুরি করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় একটি নিয়মিত মামলা করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।