চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণের বারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নতুন ব্রিজের মইজ্জার টেক এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক চারজন হলেন, অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) এবং গীতা ধর (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ এলাকায় তল্লাশী চৌকি বসিয়ে ‘মারসা‘ পরিবহনের একটি বাস থেকে তাদের ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে জুলি ও গীতা ধরের কোমড়ে পেচানো অবস্থায় ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা বাস যোগে স্বর্ণগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।’
উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানান তিনি।