
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ছিপ জালে১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।
মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদাহ আগারি এলাকায় যমুনা নদীতে স্থানীয় বাসিন্দা এনামুল মাঝির জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন) সকালে ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে মাছটি ধরা পড়ে। মাছটি ওজন করে দেখা যায় এটি ১৮ কেজি। পরে স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার সময় চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকার আব্দুল্লাহ আল সাকিব নামে এক প্রকৌশলী ১ হাজার ২২২ টাকা কেজি দরে এটি কিনে নেন।
এ বিষয়ে এনামুল মাঝি বলেন, আমার ছিপ জালে একটি বড় আকারের বোয়াল মাছ ধরা পড়ে। ওজন করলে মাছটি ১৮ কেজি হয়। মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেছি।
এ বিষয়ে মাছটির ক্রেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব বলেন, মাছটি আকারে অনেক বড় ছিল। বিশেষ করে বড় বোয়াল মাছ সচরাচর পাওয়া যায় না। সেকারণেই মাছটি ২২ হাজার টাকায় কিনেছি।