জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান, নারী-শিশুসহ আটক ১৩

Raid on militant hideout in Moulvibazar, arrest 13 including women and children
মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান, নারী-শিশুসহ আটক ১৩। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের পাহাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এসময় নারী-শিশুসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে এই তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। পরে ভোর রাতে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ৬ জন নারীকে আটক করা হয় বলে জানান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার শরীফুল ইসলাম, কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ, নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম, সিরাজগঞ্জের রাফিউল ইসলাম, নারায়ণগঞ্জের মেঘনা ও এক বছরের শিশু আবিদা, পাবনার শাপলা বেগম, দেড় বছরের শিশু জুবেদা, ছয় বছরের হুজাইফা, নাটোরের মাইশা ইসলাম, বগুড়ার সানজিদা খাতুন, সাতক্ষীরার আমিনা বেগম এবং হাবিবা বিনতে শফিকুল।‌

সিটিটিসির প্রধান বলেন, অভিযানের সময় বিনা বল প্রয়োগে আমরা তাদের আটক করেছি। এ সময় প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়। যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। বাড়িটি থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। এছাড়া রয়েছে ৩ শিশু। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটককৃতরা ‘ইমাম মাহদির কাফেলা’ নামে নতুন একটি সংগঠনের সদস্য। এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়েছে।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়িতে অভিযান চালায় আইশৃঙ্খলা বাহিনী।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে শনিবার সকাল ৬টা থেকে অভিযান শুরু করে সিটিটিসি।