ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

মেয়েদের টি–টোয়েন্টি হবে ঢাকা-সিলেটে, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

Women's T20 World Cup 2024
ছবি: সংগৃহীত

এ বছর অনুষ্ঠিতব্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। 

রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মেয়েদের টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে তাদের সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন এবং আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালার্ডাইস।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি হবে নবম আসর। ২০১৪ সালের পর আবারও নারী বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি দল। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বের দ্বিতীয় দল। অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাইপর্বের প্রথম দল।

সূচি অনুযায়ী, প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। ১৯ দিন ধরে ঢাকা ও সিলেটের ভেন্যুতে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি:

৩ অক্টোবর: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ঢাকা

৩ অক্টোবর: বাংলাদেশ-কোয়ালিফায়ার-২, ঢাকা

৪ অক্টোবর: অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার-১, সিলেট

৪ অক্টোবর: ভারত-নিউজিল্যান্ড, সিলেট

৫ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

৫ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড, ঢাকা

৬ অক্টোবর: নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার-১, সিলেট

৬ অক্টোবর: ভারত-পাকিস্তান, সিলেট

৭ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ, কোয়ালিফায়ার-২, ঢাকা

৮ অক্টোর: অস্ট্রেলিয়া-পাকিস্তান, সিলেট

৯ অক্টোবর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

৯ অক্টোবর: ভারত-কোয়ালিফায়ার-১, সিলেট

১০ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার-২, ঢাকা

১১ অক্টোবর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, সিলেট

১১ অক্টোবর: পাকিস্তান-কোয়ালিফায়ার-১, সিলেট

১২ অক্টোবর: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা

১২ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ঢাকা

১৩ অক্টোবর: পাকিস্তান-নিউজিল্যান্ড, সিলেট

১৩ অক্টোবর: ভারত-অস্ট্রেলিয়া, সিলেট

১৪ অক্টোবর: ইংল্যান্ড-কোয়ালিফায়ার-২, ঢাকা

১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল, ঢাকা

১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল, ঢাকা

২০ অক্টোবর: ফাইনাল, ঢাকা