সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

মুখরোচক গরুর মাংসের কোফতা রেসিপি

Beef Kofta Recipe
ছবি: সংগৃহীত

উপকরণ:

  • আধা কেজি কিমা করা গরুর মাংস
  • পেঁয়াজবাটা – ২ টেবিল চামচ
  • আদা-রসুনবাটা – ২ টেবিল চামচ
  • জিরাগুঁড়া – ১ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার – দেড় টেবিল চামচ
  • পাউরুটি – ১ স্লাইস
  • বেসন – আধা কাপ
  • ডিম – ১টা
  • তেল – আধা কাপ
  • মাংসের মসলা – ১ টেবিল চামচ
  • টক দই – আধা কাপ
  • টমেটো সস – ২ টেবিল চামচ

প্রণালী:

০১. কাঁচা কিমা মাংসের সঙ্গে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, জিরাগুঁড়া, কর্নফ্লাওয়ার, ভিজিয়ে নেওয়া রুটির স্লাইস, বেসন ও ডিম একসঙ্গে মেখে নিন।

০২. কড়াইতে তেল গরম করে গোল গোল আকারে তেলে ভেজে উঠিয়ে নিন।

০৩. ওই তেলেই বাকি পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, মাংসের মসলাসহ বাকি উপকরণ দিয়ে কষিয়ে ভেজে রাখা কোফতা দিয়ে নেড়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে মাখা মাখা হলে নামিয়ে নিন।

পরিবেশন:

গরম ভাতের সাথে পরিবেশন করুন মুখরোচক গরুর মাংসের কোফতা।

টিপস:

  • কোফতা ভাজার সময় তেল গরম হলে তবেই ভাজবেন।
  • কোফতা বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যাবে।
  • ঝোলের স্বাদ আরও বাড়াতে কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনা পাতা ব্যবহার করতে পারেন।