ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

মারা গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

'Game of Thrones' famous actor darren kent died
মারা গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা। ছবি: সংগৃহীত

গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা ড্যারেন কেন্ট শুক্রবার (১১ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৬ বছর।

মঙ্গলবার (১৫ আগস্ট) অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে টুইট করে ট্যালেন্ট এজেন্সি ক্যারি ডোড অ্যাসোসিয়েটস। সংস্থাটি টুইটে লিখেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু এবং ক্লায়েন্ট শুক্রবার (১১ আগস্ট) মারা গেছেন। তার বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুরা এসময় তার পাশে ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

২০০৮ সালে হরর সিনেমা ‘মিররস’-এ প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। পরে ‘গেমস অব থ্রোনস’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।

২০২৩ সালের সিনেমা ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস: অনার অ্যামং থিভস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে রীতিমতো দর্শকদের মুগ্ধ করেন তিনি।