জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

মাদক চোরাচালান: ২০ বছরে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর

Drug smuggling: Singapore executes first woman in 20 years
মাদক চোরাচালান: ২০ বছরে প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর। ছবি: সংগৃহীত

২০ বছরে প্রথম কোনো নারীকে মাদক চোরাচালানের দায়ে ফাঁসিতে ঝোলাচ্ছে সিঙ্গাপুর। ওই নারী ছাড়াও আরও এক চোরাকারবারীর ফাঁসি কার্যকর করা হতে পারে।

মানবাধিকার সংস্থা ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ বা টিজেসি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

টিজেসির পক্ষ থেকে বলা হয়, ৪৫ বছর বয়সী সারিদেউই জামানি নামের ওই নারীকে মাদক পাচারের রাখার অপরাধে ২০০৮ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আগামী শুক্রবার (২৮ জুলাই) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এছাড়া ৫০ গ্রাম হেরোইন পাচারের দায়ে বুধবার (২৬ জুলাই) ৫৬ বছর বয়সী আরও এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরই মধ্যে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে দণ্ডপ্রাপ্তদের পরিবারের কাছে।

এর আগে, ২০০৪ সালে মাদক পাচারের দায়ে ইয়েন মে উইন নামে এক নারীর ফাঁসির আদেশ কার্যকর করা হয় সিঙ্গাপুরে। তারপর থেকে টানা ২০ বছর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি দেশটিতে। তবে ২০১৮ সালে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে শুক্রবার।

টিজেসি বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা ওই দুই বন্দি সিঙ্গাপুরের নাগরিক। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণের বিষয়ে পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।