
রমজানের বরকতময় মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন “সত্যের দিশারী”। মাত্র ১০ টাকার বিনিময়ে আট প্রকারের ইফতার সামগ্রী পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুই শতাধিক পরিবার।
মঙ্গলবার (১১ মার্চ) সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংগঠনটির এই ব্যতিক্রমী আয়োজন। সকাল ৯টা থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায় ইফতার সামগ্রী সংগ্রহের জন্য। অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এ সুযোগ পেতে। মাত্র ১০ টাকায় পাওয়া এই ইফতার বাজারে ছিল এক লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা বুট, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ, দুই কেজি কেজি মুড়ি, এক কেজি খেজুর ও দুই কেজি আলু।
সংগঠনের সভাপতি সিজান আহমেদ বলেন, “আমরা চাইছিলাম এমন কিছু করতে, যা মানুষের জন্য সত্যিকারের উপকার বয়ে আনবে। নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী দেওয়ায় সবাই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পেরেছেন। দেশ-বিদেশ থেকে অনেকে আমাদের সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
এ আয়োজনে সরাইল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আসমত আলী, তারুণ্যের সরাইল এর সিনিয়র এডমিন শিবলী সাদিক এবং “সত্যের দিশারী” সংগঠনের উপদেষ্টাগণ আল-আমিন, ইউসুফ, হাবিব মিয়া, শাওন, রাকিব উপস্থিত ছিলেন।
এসময় সরাইল বাজার কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন বলেন, সত্যের দিশারীর কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই সংগঠনটি একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
ইফতার সামগ্রী সংগ্রহ করে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা। ৬৭ বছরের আমেনা খাতুন বলেন, “১০ টাকায় এত কিছু পাবো ভাবিনি! আল্লাহ ওদের মঙ্গল করুক।” একই গ্রামের হালিমা আক্তার বলেন, “বাজারের দামে এসব কিনতে গেলে হাজার টাকা লাগতো, সত্যের দিশারীর জন্য দোয়া করি।”
সংগঠনের সদস্যরা জানান, সামর্থ্য থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য, যেন আরও বেশি মানুষ এই সহায়তার আওতায় আসতে পারেন।
এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।