মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেবে। প্রথমে দেশের সব সরকারি কলেজ পর্যায়ে শিক্ষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক ও অন্যান্য স্তুরের এ প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা।
মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দেশের সকল সরকারি কলেজের আইসিটি শিক্ষক অথবা আইসিটি শিক্ষক না থাকলে গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের (প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক) এআই বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করা যেতে পারে।
আবেদন করার জন্য প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে স্মার্ট ট্রেইনিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এসটিএমএস) পোর্টালে প্রবেশ করে নোটিশ অপশনে ক্লিক করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
ধারণা করা হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা এআই বিষয়ের প্রাথমিক ধারণা, এআই এর বিভিন্ন অ্যাপ্লিকেশন, এআই এর ব্যবহারিক দিক এবং এআই এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন। এটি শিক্ষকদেরকে তাদের পাঠদানকে আরও আধুনিক ও ফলপ্রসূ করতে সহায়তা করবে।