
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের দক্ষিণ জেলা সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, জেলা অফিস সম্পাদক সরোয়ার কামাল মজুমদার, জেলা জামায়াত নেতা মিজানুর রহমান, আবু আসিফ, খাইরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, বেলাল হোসাইন, হাফেজ জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, অধ্যাপক মফিজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।