জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা

Awareness meeting on village courts in Uttar Hawla Union, Manoharganj
ছবি: প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদে নারীদের অংশগ্রহণে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন হিসাব সহকারী শিবলী আমজাদ সাদিক।

সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ। তিনি বলেন, “গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ের একটি বিকল্প ও জনগণবান্ধব বিচার ব্যবস্থা, যা সাধারণ মানুষ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দেয়।”

তিনি গ্রাম আদালতের কাঠামো, কার্যপ্রণালী, মামলা গ্রহণযোগ্যতা ও নারীদের সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারী নারীরা গ্রাম আদালত সম্পর্কে আগ্রহসহকারে শোনেন এবং বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দেন বক্তারা।

এ সময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন