মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠল কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল।
রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ১।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৬ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।
ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, দুইবার ঝাঁকুনি হয়েছে। তবে দ্বিতীয়বার এর তীব্রতা কম ছিলো। প্রথমবার ঝাঁকুনিতে এর স্থায়ীত্ব ছিল ২ থেকে ৩ সেকেন্ড।