সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের তামিলনাড়ুতে ভারী বর্ষণে ৪ জেলায় বন্যা, ছুটি ঘোষণা

Floods in 4 districts due to heavy rains in Tamil Nadu, holiday announced
তামিলনাড়ুতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা। ছবি: এনডিটিভি

ভারতের তামিলনাড়ুতে ভারী বর্ষণে ৪টি জেলা জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার কারণে রাজ্যের তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুতিকোরিন জেলার মাত্র ১৫ ঘন্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড রেকর্ড করা হয়েছে। এদিকে কন্যাকুমারীতে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মুষলধারে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারী প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোও এদিন বন্ধ থাকবে। আকাশপথে ও রেলপথে চলাচল স্থগিত রয়েছে।

তিরুনেলভেলি, থুথুকুডি এবং কন্যাকুমারী জেলার হাঁটু থেকে কোমর-গভীর জলে তলিয়ে গেছে পাপানাসাম, পেরুঞ্জনি এবং পেচুপারাই বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে। থমরাপরাণী নদী থমথমে। স্থানীয় জেলা কালেক্টরদের বাঁধগুলোতে পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

এছাড়া মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য মন্ত্রী এবং উর্ধ্বতন কতৃপক্ষদের মোতায়েন করেছেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলা পর্যবেক্ষণের জন্য একজন উর্ধ্বতন কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে জেলা কালেক্টরদেরকে ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যেনো প্রয়োজনে তাড়াতাড়ি মানুষ সরিয়ে নেওয়া যায়।