শুক্রবার ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার

ভারতে ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার
ছবি: বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ থেকে সংগৃহীত

বাংলাদেশে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন দাবিতে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী ও দুইজন যুবক মিলে এক তরুণীর বস্ত্রহরণ করার চেষ্টা করছেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ধর্ষণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালের মে মাসে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণী ধর্ষণের শিকার হন। সেই ঘটনারই দৃশ্য এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান নিউজবাংলা টুয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২১ সালের ২৯ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।

এ প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের পূর্ব বেঙ্গালুরুর কঙ্কনগরের একটি বাড়িতে ২০২১ সালের ১৯ ও ২০ মে বাংলাদেশি একজন তরুণী ধর্ষণের শিকার হন এবং এই ঘটনার একটি ভিডিও সেই সময় ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরে এক পরিচিতের সাহায্যে ভুক্তভোগী তরুণী ভারতের কেরালায় পালিয়ে যান। পরবর্তীতে বেঙ্গালুরু পুলিশ কেরালা পুলিশের সাহায্য নিয়ে তরুণীকে কোঝিকোড় এলাকা থেকে উদ্ধার করেন। এ ঘটনায় বেঙ্গালুরু পুলিশ দুই মহিলাসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, অভিযুক্ত সবাই বাংলাদেশের নাগরিক।

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার এস ডি শরনাপ্পা গণমাধ্যমটিকে সেসময় বলেন, ‘যৌন নিপীড়নের শিকার বাংলাদেশি নারীকে কেরেলার কোঝিকোড় থেকে বেঙ্গালুরু নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর বয়ান রেকর্ড করবে বেঙ্গালুরু পুলিশ।’

এছাড়াও, দ্যা ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো এবং দৈনিক আমাদের সময়েও তখন এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, ভারতে তরুণী ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের দাবি করে ইন্টারনেটে ছড়ানো করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

আরও পড়ুন