ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ ধরতে বিশেষ অভিযান শুরু

Rising Cumilla - Special operation to catch 'illegal Bangladeshis' started in India
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেফতারে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করে দিয়েছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় বুধবার নয়াদিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্যে দিয়ে বিশেষ এ অভিযান শুরু করে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেয়ার নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য ঐ এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ-নথি যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কি না, সে বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু বলা হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানের কোনো নথিপত্র পাওয়া যাবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল এলজি সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান।