রবিবার ৩ আগস্ট, ২০২৫

ভবিষ্যতের এআই নিয়ে তরুণদের প্রতি বিল গেটসের পরামর্শ

ছবি: ফেসবুক

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সম্প্রতি সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও কর্মদক্ষ করে তুলবে ঠিকই, তবে এই দ্রুত পরিবর্তনের জন্য আমাদের সবার প্রস্তুত থাকা জরুরি।

গেটস মনে করেন, এআই মানুষের কাজের চাপ কমিয়ে দেবে এবং আমাদের আরও বিশ্রাম ও ভালো কিছু করার সুযোগ তৈরি হবে। তবে এই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে নতুন ধরনের সমস্যা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) মানুষের চেয়েও ভালোভাবে জটিল কাজ করতে সক্ষম। এর ফলে বিক্রয় এবং গ্রাহক সহায়তার মতো ক্ষেত্রগুলোতে খরচ কমবে এবং নির্ভুলতা বাড়বে। এটি একটি বিশাল প্রযুক্তিগত বিপ্লব ঘটাতে পারে।

এআই-এর দ্রুত অগ্রগতিতে বিল গেটস নিজেও বেশ অবাক। তিনি জানান, নতুন নতুন বিষয় শেখার জন্য তিনি বর্তমানে এআই ভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করছেন।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে গেটস বলেন, “ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এআই বোঝা অত্যন্ত জরুরি। তাই তোমাদের কৌতূহলী হতে হবে এবং এই টুলগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা শিখতে হবে।”

আরও পড়ুন