মার্কিন র্যাপার-গায়িকা কার্ডি বি মেজাজ হারিয়ে গান থামিয়ে ভক্তের দিকে ছুড়ে মারলেন মাইক। মুহূর্তেই নেটমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
কার্ডি বি’র জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।ঐখানে তার বেড়ে উঠা।র্যাপার হিসেবে প্রথমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান কার্ডি বি।তারপর সকল শোতে অংশ গ্রহণ করেন।তিরিশ বছরের গায়িকা নিজের বলিষ্ঠ কণ্ঠের জন্য বেশ জনপ্রিয়।মার্কিন মুলুকে পপ তারকা হিসেবে কদর পেতে শুরু করেন কার্ডি বি।
এদিন লাসভেগাসে একটি কনসার্টে পারফর্ম করছিলেন কার্ডি বি।‘বোডাক ইয়োলো’ শিরোনামের গানটি যখন গাইছেন তিনি, তখন স্টেজের সামনে থাকা এক ব্যক্তি তার দিকে গ্লাস দিয়ে পানীয় ছুড়ে মারেন। এতেই মেজাজ হারান মার্কিন পপ তারকা। চোখের পলকে নিজের হাতের মাইকটি ওই ভক্তের দিকে ছুড়ে মারেন তিনি। তারপর তীব্রভাবে নিজের রাগ প্রকাশ করেন।কার্ডির এই কাণ্ডে হতবাক হয়ে যান উপস্থিত দর্শক। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দিকে ছুটে যান তার ব্যাপারে কিছু জানা যায়নি।
তবে মিনিটে সোশ্যাল মিডিয়ায় কার্ডির ভিডিও ছড়িয়ে পড়েছে।