মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নান।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজারে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মনজুরুল ইসলাম মজনু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক আইনজীবি জালাল, সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনুউদ্দিন আহাম্মেদ মহিন, পৌর বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস আলী, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

এডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, আপনারা জানেন, গতকাল আমাদের কেন্দ্রিয় কমিটির মত-বিনিময় সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন ঐক্য, ঐক্য, ঐক্য চাই। আমাদের মাঝে সবার ঐক্যই বিএনপি’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবে। আমাদের বিএনপি’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে সেজন্য আমাদের সকলকে সর্তক থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে বিএনপি’র ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করতে হবে।

আরও পড়ুন