
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুরে গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত সাবেক ইউনিয়ন সদস্য আলামিন খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সভার প্রতিবাদে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন স্থানিয় এলাকাবাসী।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার ও তার কথিত বাহিনীকে উল্লেখ্য করে যে প্রতিবাদ সভা-বিক্ষোভ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে দাবি করেন। উল্টো প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলামিন খন্দকারের কিশোর গ্যাংয়ের অত্যাচার ও হয়রানির অভিযোগ করেন স্থানিয় ইউপি সদস্য ও এলাকাবাসী।
এ সময় বক্তব্য প্রদান করেন মানিক মুন্সি, কিবরিয়া, মো. জয়নাল উদ্দিন, আউয়াল মোল্লা, মানিক মিয়া সরকার, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. কবির হোসেন ভুইঁয়া, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জহর ভূইঁয়া, মুজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, আবুল কাসেম, মো. নাজিম উদ্দিন (আর্মি), ইউনুস মিয়া, রাশেদ মিয়া, সংরক্ষিত ইউনিয়ন সদস্য জাহানারা বেগম মেম্বার (৪ নং, ৫ নং ও ৬ নং ওয়ার্ড), সংরক্ষিত ইউনিয়ন সদস্য খালেদা বেগম রেনু মেম্বার (৭নং, ৮ নং ও ৯ নং ওয়ার্ড) ও রাসেলসহ স্থানিয় এলাকাবাসী।
বিক্ষোভ ও সংবাদ সম্মেলন বক্তারা দাবি করেন, গত শনিবার যে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করা হয়েছে স্থানিয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তা উদ্দেশ্যপ্রনোদিত ও ভুয়া।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার, কবির মেম্বার, হালিমা খাতুন, জহর ভূইঁয়া’র বিরুদ্ধে যে অভিযোগ করেছে যে, চাঁদাবাজ, অর্থ আত্মসাৎকারি, ছিনতাইকারি, মামলাবাজ ও হয়রানিকারি তা আদতে উল্টো আলামিন খন্দকার ও তার গংরা বিগত আওয়ামী সরকারের ক্ষমতা দেখিয়ে করে আসছে। আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দাপট কমেনি।
এ সময় তারা স্থানিয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আলামিন খন্দকার ও তার গংদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি করে তাদের বিচার দাবি করেন। প্রতিবাদ, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন থেকে আলামিন খন্দকারের হয়রানি, মামলাবাজি ও আত্মাচারে অতিষ্ঠ দাবি করে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোরালো দাবি জানানো হয়।