
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে মো. রতন মিয়া নামে এক চাল ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।
সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিকচ্ছ বাজারে বেশ কিছুদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রতন মিয়ার গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল (৩০ বস্তা)উদ্ধার করা হয়। এসময় গুদাম মালিক চালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সরকারি চাল গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান! জব্দকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় খাদ্যগুদামে প্রেরণ করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।