রবিবার ৩১ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে বোনদের জমি দখল ভাই-ভাতিজার!

নিজস্ব প্রতিবেদক

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামে ভাই-ভাতিজার দখলে আশতারা খাতুন ও তার বোনদের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ স্বাক্ষরিত আদেশনামাকে উপেক্ষা করে জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে সাহাদাত হোসেন, ফরিদ মিয়া ও অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে। এতে কোনঠাসা হয়ে যে কোন সময় হামলার ভয়ে আতঙ্কিত আছেন আশতারা খাতুন ও তার বোনরা।

আশতারা খাতুন জানান, সাহাদাত হোসেন, ফরিদ মিয়ারা আমার জায়গা জোর করে দখল করে রাখছে। পরে আমি কোর্টের দারস্থ হলে কোর্ট থেকে আমার জায়গা আইনি প্রক্রিয়ায় বুঝিয়ে দিতে আদেশনামা দিলেও তারা প্রভাব খাটিয়ে আমার জায়গা দিচ্ছে না। আমাকে তারা বিভিন্ন ভাবে হয়রানি করে। এতে আমি আতঙ্কিত। কোন সময় তারা আমার উপর হামলা করে হত্যা করে বলা যায় না। আমি এখন খুব ভয়ে আছি।

সাহাদাত হোসেন জানান, আমি কোর্টের আইন মানি কিন্তু আমার দাদি যে আমাকে দলিল করে ৫৭ শতক জায়গা দিয়ে গেছে তা আমি চাই।

আরও পড়ুন