বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৫৬০ মোবাইল ডিসপ্লেসহ এক ব্যক্তি গ্রেফতার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Man arrested with illegal 560 mobile displays in Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৫৬০ মোবাইল ডিসপ্লেসহ এক ব্যক্তি গ্রেফতার / ছবি: পুলিশের সৌজন্যে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে সংগ্রহ করা ৫৬০ পিস মোবাইল ফোনের ডিসপ্লেসহ মো. রুহুল আমিন কিরন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার রুহুল আমিন কিরন নরসিংদী জেলার সদর উপজেলার বুয়াকুর এলাকার আফাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, রাতের ওই বিশেষ অভিযানে কিরনকে আটক করা হয়। পরে তার দখলে থাকা অবৈধ ৫৬০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন