কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান, আলোকিত মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীকে লাল-গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় আমেরিকা সফর শেষ করে নিজ এলাকায় আসলে তার হাতে গড়া প্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এর পক্ষ থেকে তাকে ও তার সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করার পর কলেজের বিএনসিসি’র ক্যাডেটদের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী ও তার সহধর্মিণীকে কলেজ এর পক্ষ থেকে ফুল দিয়ে লাল-গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।
পরে কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ এর অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক যথাক্রমে কবির আহামেদ, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক যথাক্রমে শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান, জামাল হোসাইন, মোমিনুল হক ভূইঁয়া, নেছার আহাম্মেদ, মোক্তার হোসেন, সমাজসেবক শাহজাহান, সমাজসেবক শাহ আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
অপরদিকে একইদিন দুপুরে তার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে সেখানেও তাকে এবং তার সহধর্মিণীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি প্রতিষ্ঠানের সাফল্যে কামনায় সকলের সহযোগিতা কামনা করেন। সেখানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুছ, জ্যৈষ্ঠ প্রভাষক প্রবাল কুমার দে, বিশ্বজিৎ সাহা, পারভীন আক্তার, মোঃ সফিউল্লাহ, প্রভাষক এমরান আলী, মোঃ ইমান হোসেন, মোঃ অলি উল্লাহ, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ অন্যান্যরা।