বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Annual Islamic Conference Held in Brahmanpara, Turbans and Hafiz Students Awarded
‎ব্রাহ্মণপাড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন/ছবি: সংগৃহীত

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া দারুল কুরআন মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী, পুরষ্কার বিতরন ও শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে মাদ্রাসার ছাত্ররা হামদ-নাত, গজল ও শিক্ষা প্রদর্শনী পরিবেশন করেন।

এতে ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মো. মোজাম্মেল হক ভূইঁয়া (দুলাল) এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তামজীদ ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুৃয়াকাটা)। ওয়াজ পেশ করেন মুফতি রেজাউল করিম, মুফতি সাঈদ আহম্মেদ কলরব, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মুফতি দেলোয়ার হোসেন।

সম্মেলনে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকী এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজী মো. আবু কাউছার, মো. শামসুল হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা। সবশেষে হাফেজ ছাত্রদের সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুৃয়াকাটা)।

আরও পড়ুন