মে ৪, ২০২৫

রবিবার ৪ মে, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় সড়কে ট্রাক রেখে ইট আনলোড, জরিমানা গুনলেন ৮ হাজার টাকা

Man fined Tk 8,000 for unloading bricks by leaving truck on road in Brahmanpara
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা যানজটমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

রবিবার (৪ মে) সকাল ১০টায় উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া-দুলালপুর-শিদলাই সড়কের সিএনজি স্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।  এসময় আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলাকে যানজটমুক্ত রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম।

এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল যানজটমুক্ত রাখতে সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় জনগনের চলাচলের রাস্তা দখল করে ও যানজট সৃষ্টি করে ইটের ট্রাক আনলোড করার অপরাধে স্থানীয় সরকার আইন- ২০০৯ অনুযায়ী এক ট্রাক চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন