এপ্রিল ৫, ২০২৫

শনিবার ৫ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ

Shaheed Zia Memorial Football Match in Brahmanpara
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪টায় শশীদল ঐতিহাসিক বাসুদেব মাঠে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী হাজী জসিম উদ্দিন এর নির্দেশনায় এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে বৃহত্তর শশীদল ভিলেজ ফুটবল একাদশ এবং বৃহত্তর তেতাঁভূমি ভিলেজ ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কয়েক হাজার দর্শকদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফুটবল ম্যাচ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু।

এতে শশীদল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোরশেদ আলম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু। এসময় শশীদল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. আমির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, প্রফেসর আব্দুস সামাদ, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আপেল উদ্দিন মাহমুদ, মো. রুবেল রানা, সমাজসেবক শফিকুল ইসলাম দুলাল, আলেক হোসেন মেম্বার, সমাজসেবক জামাল হোসেন, সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম সাব্বির, মিজানুর রহমান, মামুন উর রশিদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. ইকবাল। খেলায় বৃহত্তর শশীদল ভিলেজ ফুটবল একাদশ ট্রাইবেকারে বৃহত্তর তেতাঁভূমি ভিলেজ ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে বিজয়ী হয়। পরে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।