নভেম্বর ৭, ২০২৪

বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা বিতরণ

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা বিতরণ
ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরী আর্থিক সহায়তা বিতরণ। ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে জরুরি আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প ফেইজ-২ এর আওতায় বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর এক হাজার করে একলক্ষ টাকা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী সফিনাজ সহ সুবিধাভোগী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।