এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর পূর্বপাড়া আল মাদিনা জামে মসজিদে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকাল ৪টায় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভা শেষে সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ ও ইসলামি সংগীত পরিবেশনা করা হয়।

এতে ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মো. কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, সহ-সুপার মাঈন উদ্দিন সাঈদ, আবুল কাশেম মেম্বার, মো. কামরুল হাছান ভূইঁয়া, মাওলানা আবদুর রউফ সালেহী, মোহাম্মদ হাছান।

এসময় মাওলানা রফিকুল ইসলাম শাহীন, গোলাম কিবরিয়া, মো. নাছির উদ্দীন, মাওলানা মো. বাছির উদ্দীন, আব্দুল আলীম, ডাঃ হিরনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান আতিকী।